<p>সবাই ভালো ছাত্র হতে না পারলেও সবাই ভালো মানুষ হতে পারে’- শিক্ষার লক্ষ্য হলো ভালো মানুষ তৈরি করা। আর মানুষ গড়ার মূল দায়িত্ব শিক্ষকগণের উপর ন্যস্ত। স্যার এ পি জে আবুল কালাম বলেন - "একজন মহান ও আদর্শ শিক্ষকের মধ্যে কয়েকটি বিশেষ গুণ অবশ্যই থাকা উচিত – করুণা, জ্ঞান এবং অদম্য ইচ্ছাশক্তি।"</p>
আমাদের সমাজে স্কুল/কলেজের শিক্ষকের যেমন চাহিদা রয়েছে তেমনি গৃহশিক্ষকেরও চাহিদা রয়েছে। অনেকেই বর্তমানে গৃহশিক্ষকতা কে পেশা হিসেবে বেছে নেন। তবে প্রথমেই একটি বিষয় পরিষ্কার করে নেয়া দরকার, শিক্ষকতা কোনো পেশা নয়, এটি একটি ব্রত। শিক্ষকতার প্রতি যদি আপনার ভালোবাসা না থাকে, তাহলে সেটি আপনার নিকট পেশা ছাড়া আর কিছুই নয়। গৃহশিক্ষকদের মাঝে অধিকাংশই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে থাকেন। আর অন্য শিক্ষার্থীরা তাঁদের থেকে কি শিক্ষা পাচ্ছে তা নির্ভর করে তাঁদের শিক্ষণ পরিকল্পনা, আচার - ব্যাবহার, শালীনতা ইত্যাদি গুণাবলীর উপর। তাই একজন আদর্শ শিক্ষক হতে হলে যেসকল গুণাবলীর প্রয়োজন তা সকল গৃহশিক্ষকদের উদ্দেশ্যে নিম্নরূপে উল্লেখ করা হলোঃ
ক) সুন্দর বাচনভঙ্গি
খ) আকর্ষনীয় উপস্থাপনা কৌশল
গ) সুনির্দিষ্ট বিষয়ে জ্ঞানের গভীরতা
ঘ) দূরদর্শী
ঙ) কৌশলী
চ) বন্ধুবাৎসল্য
ছ) কাজের প্রতি ভালোবাসা
জ) অপরের মতামতের প্রতি গুরুত্ত দেয়া
ঝ) ভালো শ্রোতা হওয়া
ঞ) পারষ্পারিক শ্রদ্ধাবোধ
ট) আদর্শবোধে উজ্জীবিত হওয়া
ঠ) সহনশীলতা
ড) পারষ্পারিক সহযোগিতার মনোভাব ও
ঢ) জ্ঞানপিপাসু।
- এছাড়াও এসবের পাশাপাশি তাঁদের
১। পড়তে ও পড়াতে ভাল লাগা দরকার।
২। ছাত্রদের বিভিন্ন বিষয় সম্পর্কে আগ্রহ জন্মানোর উপায় জানার বা খোঁজার ইচ্ছা থাকতে হবে।
৩। ধৈর্য্য সহকারে বালক, কিশোর বা তরুণ বয়সি শিক্ষার্থীদের সামলানোর ক্ষমতা। অধিকাংশ সময়ে দেখা যায় এ বয়সী ছেলে-মেয়েদের নিয়ন্ত্রণ করা কষ্টসাধ্য হয়ে উঠে।
৪। শিক্ষক শুধু বিষয়ের না, জীবনেরও বটে। তাঁর আচার ব্যবহার ছাত্রদের উদ্বুদ্ধ করে। তাঁর বিবেক - বুদ্ধি, মানুষের প্রতি ব্যবহার, যুক্তির ব্যবহার সম্বন্ধে ছাত্রদের জ্ঞাত করাটা অবশ্য কর্তব্য।
শিক্ষকতা একটা সেবামূলক কাজ। তাই অর্থের সাথে এর তুলনা না করাই শ্রেয়। শিক্ষক হিসেবে যেমন তাঁর ছাত্র-ছাত্রীদের প্রতি দায়িত্ব রয়েছে তেমনি তাঁদের মুখের হাসি ধরে রাখতে সমাজের মানুষেরও একটি দায়িত্ব রয়েছে। শিক্ষক সম্পর্কে স্যার মোজাফফর আহমেদ বলেন- “শিক্ষকতা একটা ধর্ম, একে জীবনে ধারণ করতে হয়; জ্ঞানীমাত্রই শিক্ষক নন।”
Rakib
yes